• রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:০২
সর্বশেষ :
সুন্দরবনের ড্রেনের সিলা এলাকায় আগুন পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা বাজারের তৃষ্ণার্ত মানুষের জন্য শীতল শরবত পানির ব্যবস্থা করলেন শুকুরুজ্জামান হামাসের প্রতিনিধিদল কায়রো সফরে যাচ্ছে যুক্তরাষ্ট্রে দমন-পীড়নে দুর্বল হয়ে পড়ছে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভ গ্রামে ঢুকে বন্দুক হামলা, নাইজেরিয়ায় ২৫ বাসিন্দা নিহত পাকিস্তানে ‘সবচেয়ে আর্দ্র এপ্রিল’ রেকর্ড ৬৩ বছরের মধ্যে কঙ্গোতে জোড়া বোমা বিস্ফোরণে ডিআর শিশুসহ নিহত ১২ কানাডায় তিন ভারতীয় গ্রেপ্তার নিজ্জার হত্যার অভিযোগে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম দ্বিগুণ হলো

টিকটক যুক্তরাষ্ট্রে কি আসলেই নিষিদ্ধ হচ্ছে

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাইডেন বলেছেন, বিলটি তাঁর টেবিলে পৌঁছানোর পর দ্রæত এতে সই করবেন তিনি
বিলটি আইনে তৈরি হলে বাইটড্যান্সকে মালিকানা পরিবর্তনে চীনা কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে
এফএনএস আন্তর্জাতিক: চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে জনপ্রিয় সামাজিক মাধ্যম অ্যাপ টিকটকের মালিকানা স্থানান্তরের নির্দেশ দিয়ে গত মাসে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিলটি পাস করে। বলা হয় ৯ মাসের মধ্যে মালিকানা স্থানান্তর না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে টিকটক। এবার মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও অনুমোদন দেওয়া হয়েছে বিতর্কিত ও যুগান্তকারী বিলটি। এতে করে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক মাধ্যম অ্যাপ টিকটক নিষিদ্ধ হতে পারে বলে শংকা দেখা দিয়েছে। খবর বিবিসি। বিবিসি জানিয়েছে সিনেটে অনুমোদনের পর বিলটি এখন সইয়ের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। ইতোমধ্যে বাইডেন বলেছেন, বিলটি তাঁর টেবিলে পৌঁছানোর পর দ্রæত এতে সই করবেন তিনি। বাইডেনের সইয়ের পর বিলটি আইনে পরিণত হলে বাইটড্যান্সকে তার মালিকানা জোরপূর্বক বিক্রি করার জন্য চীনা কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে। তবে বেইজিং এতে অস্বীকৃতি জানানোর অঙ্গীকার করেছে। বিশ্লেষকেরা বলছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে। কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সদস্য সিনেটর মার্কো রুবিও বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলোর একটিকে নিয়ন্ত্রণ করতে দিয়েছি, যা ছিল বিপজ্জনকভাবে অদূরদর্শী সিদ্ধান্ত।’ তিনি আরও বলেন, ‘একটি নতুন আইনের মাধ্যমে চীনা মালিককে এই অ্যাপটি বিক্রি করতে হবে। এটি আমেরিকার জন্য একটি ভাল পদক্ষেপ।’ এ বিষয়ে বিবিসির অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি টিকটক। লাখ লাখ মার্কিন নাগরিকের তথ্য হাতিয়ে নিচ্ছে চীন, এমন শংকা থেকেই টিকটকের মালিকানা স্থানান্তরের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই নির্দেশ মানতে নারাজ টিকটক কর্তৃপক্ষ। টিকটকের প্রধান নির্বাহী শোউ জি চিউ গত মাসে বলেছেন, প্ল্যাটফর্মটিকে রক্ষায় তাঁর প্রতিষ্ঠান নিজ ‘আইনি অধিকারসহ’ সম্ভব যা কিছু করার, করে যাবে। এছাড়া গত সপ্তাহেও প্রতিষ্ঠানটি জানায়, ‘এ বিল ১৭ কোটি মার্কিন নাগরিকের বাক্স্বাধীনতা পদদলিত করবে, ৭০ লাখ ব্যবসা ধ্বংস করবে। এ ছাড়া এমন এক প্ল্যাটফর্মে প্রভাব ফেলবে যেটি মার্কিন অর্থনীতিতে বছরে ২৪ বিলিয়ন ডলারের (২ হাজার ৪০০ কোটি) অবদান রাখে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com