বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবের সদস্য দৈনিক ভোরের দর্পণের বাগেরহাট জেলা প্রতিনিধি , জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের শাশুরি সালেয়া বেগম ,(৭৩) শনিবার ভোরে খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি দুই পুত্র ও চার কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাকে আজ জোহরবাদ জানাজা শেষে ঝালকাঠি সদর উপজেলার হোসেনপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসেন লিটন, গাঙচিল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন, বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দা তৈফুন নাহার প্রমুখ।