বিদেশ : নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির কারণে বন্যা ও ভুমিধসে মৃতের সংখ্যা এখন ২০৯-এ পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন ১৪২ জন এবং নিখোঁজ অনেকে। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করা হয়। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বিপর্যয় গত রোববার পর্যন্ত একাধিক প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মন্ত্রণালয়ের মতে, অন্তত ২৯ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দলগুলো দুর্যোগকবলিত এলাকা থেকে চার হাজার ২২২ জনকে সরিয়ে নিতে পেরেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। চলমান উদ্ধার অভিযানে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপালি সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে উদ্ধার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ভ‚মিধস এবং বন্যার কারণে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। গত সোমবার জারি করা একটি বার্তায় নেপাল পুলিশ জনসাধারণকে সতর্ক থাকার আহŸান জানিয়েছে। বিশেষ করে যারা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে।
https://www.kaabait.com