পাকিস্তানের বেলুচিস্তানে ৬ সন্ত্রাসীসহ নিহত ১৩

0
16

বিদেশ : পাকিস্তানের বেরলুচিস্তানে একটি সন্ত্রাসবিরোধী অভিযানে ছয়জন সন্ত্রাসীকে হত্যার কথা জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার আইএসপিআর আরো জানিয়েছে, বেলুচিস্তানের মুসলিমবাগ শহরের এ অভিযানে সেনা সদস্যসহ শহীদ হয়েছেন সাতজন। এখানে একটি আধাসামরিক বাহিনীর (ফ্রন্টিয়ার কনস্টেবুলারি) ক্যাম্পে সন্ত্রাসী হামলার এক দিন পর এ অভিযান চালানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসপিআর জানিয়েছে, গত শুক্রবার শুরু করা এ অভিযান সমাপ্ত করা হয়েছে। কম্পাউন্ডটিতে থাকা সশস্ত্র ছয় সন্ত্রাসীকে শেষ করে দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ অভিযান চালাতে গিয়ে একজন বেসামরিক লোকসহ সাতজনকে শাহাদাৎবরণ করতে হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন একজন নারীসহ ছয়জন। আইএসপিআর জানিয়েছে, একটি আবাসিক ব্লক থেকে তিনটি পরিবারকে বাঁচাতে একটি জিম্মি উদ্ধার অভিযানও পরিচালনা করা হয়। সন্ত্রাসীরা তাদের ভয়ঙ্কর পন্থা থেকে শিশুদেরও রেহাই দেয়নি। এ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদুস বিজেনজো। এদিকে, একই দিন পৃথক আরেক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক গোলাগুলিতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। কেচ জেলার হোসাব এলাকায় এ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সূত্র : ডন