‘অর্ধাঙ্গিনী’তে ঝলক দেখালেন জয়া

0
20

বিনোদন: দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে বহুদিন ধরেই আলোচনা হয়ে আসছে। কলকাতার নিমার্তা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ২০১৯ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। অবশেষে মুক্তিকে সামনে রেখে শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ৩ মিনিট ৫ সেকেন্ডের ট্রেলারটি মুগ্ধ করেছে দর্শকদের। প্রতিটি চরিত্রে মুন্সিয়ানা দেখাতে কার্পণ্য করেননি কেউই। নজরকেড়েছেন জয়া আহসান। আর নির্মাতা হিসেবে গল্পের প্লট কিংবা সংলাপের মুগ্ধতা বরাবরের মতোই ধরে রেখেছেন কৌশিক গাঙ্গুলি। এ ছাড়া ছবির গানগুলো আলাদাভাবে দর্শকের হৃদয়ের দুয়ারে কড়া নাড়ছে। এদিকে জয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন আগামী ২ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটিতে জয়াকে দেখা যাবে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে, আর চুর্ণী থাকবেন তার সাবেক স্ত্রীর ভূমিকায়। ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন। কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, দুই নারীর এক অদ্ভুত সম্পর্কের গল্পে নির্মাণ করা হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। তবে এটি ত্রিভুজ প্রেমের গল্প নয়।