ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বিকালে শরীফ মার্কেট (২য় তলায়) ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মাসুদ করিম তালুকদার ইমনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক কে এম শামীম রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। এসময় বক্তব্য রাখেন ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা পরিচালনা কমিটির উপদেষ্টা মাস্টার হারুন অর রশিদ, ডাক্তার অমল কৃষ্ণ সাহা, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মাসুদ রানা আকন,আব্দুল হালিম মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শহীদ, সদস্য ডাক্তার মিজানুর রহমান, খায়রুল বাশার ও ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। পরে ইন্দুরকানী বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ সোবাহান ।
প্রধান অতিথি মোঃ এনামুল হক বলেন, ইন্দুরকানী বাজারে নতুন ব্যবস্থাপনা কমিটিকে আমি স্বাগত জানাই। আপনারা সুন্দর একটি কমিটি পেয়েছেন। বাজার উন্নয়নের জন্য এই কমিটিকে সার্বিক সহযোগীত করবেন একা পক্ষে বাজার উন্নয়ন করা সম্ভব নয় । সবাই সহযোগীতা করলে একটি মডেল বাজার পরিনত হবে । আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষনিক আপনাদের পাশে থাকব ।