আইটি: টেক্সট থেকে গান বানানোর সক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার আছে একথা বহু পুরনো। তবে সব কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো সর্বসাধারণের জন্য এই সুবিধা চালু করতে পারেনি। কিন্তু গুগল করেছে। এআই টেক্সট কিচেন অ্যাপ নামে ওয়েবে নতুন অ্যাপ্লিকেশন ব্যবহারে লেখাকে গানের রূপ দেওয়া যাবে সহজেই। সবচেয়ে বড় কথা এই সুবিধাটি অ্যান্ড্রয়েড বা আইওএসেও পাওয়া যাবে ব্যবহারকারী গানের ধরন অনুযায়ী প্রম্পট দিলে একাধিক সংস্করণ তৈরি করতে পারবে। এমনকি ক্লাসিক্যাল, জ্যাজ বা রক এমন ধরনও নির্বাচন করা যাবে। চলতি বছর জানুয়ারিতে গুগল মিউজিকএলএম-এর কথা একটি অ্যাকাডেমিক পেপারে উল্লেখ করলেও এটি উন্মুক্ত করার কথা বলেনি। কারণ কাজটিতে কপিরাইট বাদেও নীতিগত কিছু সমস্যা তারা ভালোভাবেই বুঝতে পেরেছিল। কিন্তু বিগত কয়েক মাস সঙ্গীতজ্ঞ এবং নানা ওয়ার্কশপের মাধ্যমে তারা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। যদিও এই মুহূর্তে মিউজিকএলএম প্রথাগত কিছু সমস্যা বা বিতর্ক থেকে পুরোপুরি মুক্ত হতে পারছে না। উল্লেখ্য, ২০২০ সালে জেজির একটি ভিডিওতে কপিরাইটের বিষয়টি এসেছিল। বাণিজ্যিক সঙ্গীতে কিছু সমস্যা থেকেই যায়। তবে ঘরে বা হোমমেড সঙ্গীতের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সমস্যা নয় বলেও দেখা গেছে। তাও সমস্যা আছে। জেজির পর স্পটিফাই বিলিয়ন সংখ্যক গান সরিয়েছে। যদিও আইনি ও নীতিমালার প্রক্রিয়া এখনো চলমান তারপরও গুগলের এই পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।