মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা: ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইন চার্জ মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজন অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের। সভায় বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ফায়ার সার্ভিস, এনজিও, নৌ পুলিশ, এনজিও প্রতিনিধি, সরকারি -বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।