কৃতি সমালোচনায় বিরক্ত!

0
20

বিনোদন : প্রেম নিয়ে কানাঘুষা আর নতুন সিনেমা ঘিরে একের পর এক বির্তক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী কৃতী শ্যাননের। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে তার বহুল আলোচিত ‘আদিপুরুষ’ সিনেমাটির। যদিও সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই বিতর্কে জর্জরিত হচ্ছে। কখনও ছবির চরিত্রদের পোশাক নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কখনও আবার ছবির কলাকুশলীর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে সরব হচ্ছেন অন্য শিল্পী। এরইমাঝে নতুন বিপত্তির মুখে পড়েছেন সিনেমাটির নির্মাতা ওম রাউত। সিনেমাটির ট্রেলার মুক্তির সকল প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু সম্প্রতি হায়দ্রাবাদে অনুরাগীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে সিনেমাটির ট্রেলার প্রদর্শন করা হয়। আর এতেই বাধে বিপত্তি। অনুষ্ঠান শেষ হতে না হতেই ইন্টারনেটে ফাঁস হয়ে যায় সেই ট্রেলারটি। যদিও ফাঁস হওয়ার কিছু সময় পর সেটা সরিয়েও ফেলা হয়েছে। এদিকে সেই অনুষ্ঠানে প্রভাস ও কৃতিকে একান্ত আলোচনায় মত্ত থাকতে দেখা গেছে। যা ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। চুটিয়ে প্রেম করছেন, অথচ মুখে স্বীকার না করায় নানা নেতিবাচক মন্তব্য করছেন তারা। এতে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন কৃতি। তবে আলোচনা-সমালোচনা যাই হোক, সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে বলেই মনে করছেন ভারতীয় সিনেবোদ্ধারা। উল্লেখ্য, সিনেমাটিতে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতী শ্যানন।