আগুন বৈশাখে আসতে পেরেছো? মে ৯, ২০২৩ 0 22 মোশতাক আল মেহেদী আগুন বৈশাখে আসতে পেরেছো? কথাটা বলেছি হাওয়ায় এখন কি চেনা যায় পুরণো দিনের সহজ জীবন? কিশোরীর এলেবেলে ভাষার মতোই বিকেলটা সন্ধ্যার আদুরে কোলে! নিরাপদে ফিরেছে কি রাধাচুড়া?