পাতার মতন মে ৯, ২০২৩ 0 29 জিয়া সাঈদ শব্দে, জলে কত কথা বলে কত কথা নিয়ে নিশ্চুপ হয়ে যায় মানুষ পাতারা অমন নয় মৃত্যুতেও কী মিহিন বাজে ঐ যে মরা পাতা – মর্মর আহা, যদি অমন হতাম পাতার মতন ঝরে গেলেও স্তব্ধতা ফুঁড়ে কখনো কখনো বাজতাম বাজাতাম বিনিদ্র যাপন….