আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির সামনে থেকে ধরে নিয়ে আরিফ হাওলাদার (৩২) নামের এক যুবকের দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার (০৩ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার পাটরপাড়া এলাকায় ওই যুবকের বাড়ির সামনে থেকে ধরে একই এলাকার ইমরান খান নামের এক ব্যক্তির বাড়ির পাশের বাগানে নিয়ে যায়। স্থানীয় দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খান, সাবু হাওলাদার, সাইফুল শেখ, মালেক শেখ, আজিজ শেখ, মোহাম্মাদ শেখ লোহার রড দিয়ে পিটিয়ে আরিফের দুই পা ভেঙ্গে দেয়। এক পর্যায়ে আরিফের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে আরিফকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (০৪ মে) সকালে সাত জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত আরিফের ভাই মোঃ শামীম হাসান। এই মামলায় আনোয়ার ওরফে আনো খান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আরিফ বলেন, দাউদ শেখ, আনোয়ার ওরফে আনো খানসহ কয়েকজন অস্ত্রের মুখে আমাকে ধরে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে। বিনা অপরাধে আমার পা ভেঙ্গে দিল। আমি এর কঠিন শাস্তি চাই।
এদিকে মামলার বাদি মোঃ শামীম হাসান জানান, মামলা করায় আসামীরা একের পর এক পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। পুলিশ আনোয়ার ওরফে আনো খানকে গ্রেফতার করলেও সে ছাড়া পেয়ে। এখন আরো বেপরোয়া হয়ে আমাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন বাড়িতে ঠিক ভাবে থাকতে পারছিনা। তিনি সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, পা ভেঙ্গে দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।