আটোয়ারীর লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি ভেঙ্গে দিয়েছে শিক্ষা বোর্ড 

0
39
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার মাদরাসা শিক্ষা বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন নেয়ায় কমিটি ভেঙ্গে দিয়েছে শিক্ষা বোর্ড, একই সাথে আহবায়ক কমিটি গঠন করে অনুমোদন নিতে বলা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। চেয়ারম্যানের নির্দেশে রেজিস্ট্রার প্রফেসর মো.সিদ্দিকুর রহমান ৩ মে স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেন। স্বাক্ষরিত পত্রটি গত গত ৭মে মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে প্রকাশ করে।
এর আগে,পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকার শিক্ষা বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে গভর্নিং বডি অনুমোদন করেছেন। মর্মে সাবেক অভিভাবক সদস্য আনছারুল ইসলাম অভিযোগ দায়ের করেন।তার পেক্ষিতে ২৮ মার্চ শিক্ষা বোর্ড অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্য দিবসের মধ্যে সন্তোষজনক জবাব চেয়েছিলেন।অধ্যক্ষের দেয়া জবাব শিক্ষা বোর্ডের কাছে সন্তোষজনক না হওয়ায় এবং বোর্ডের কাগজ জাল সৃষ্টি করে অনুমোদিত গভর্নিং বডি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি করে অনুমোদন নিতে বলা হয়েছে।
 আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুল কবির জানান, অধ্যক্ষে বিরুদ্ধে জাল জালিয়াতি করে গভর্নিং বোডি অনুমোদনের বিষয়টি প্রমান হওয়ায় মাদরাসা শিক্ষা বোর্ড গভর্নিং বোডি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি অনুমোদন নিতে নোটিশ জারি করেছেন। এখন উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত কি আসে সেটা আমরা প্রতি পালন করবো।