মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল আউয়াল সোমবার রাত ১২ টার দিকে ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহ ……………রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মরহুম নুরউদ্দিন মুনসীর পুত্র। তিনি ষ্ট্রোকজনিত কারনে গত সপ্তাহে নারায়নগঞ্জের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, ২ কন্যা সহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকাল ৫ টায় রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হবে বলে পারিবারিক ষূত্রে জানা গেছে ।