শিরক ও বেদআত মুক্ত আমলের প্রতিশ্রুতিতে পিরোজপুরে গড়ে উঠেছে ইমাম বুখারী (রহঃ) ইসলামী পাঠাগার।

0
118

পিরোজপুর প্রতিনিধিঃ সঠিক ইসলাম প্রচারের লক্ষ্যে শিরক ও বেদআত মুক্ত আমলের প্রতিশ্রুতিতে পিরোজপুরে গড়ে উঠেছে ইমাম বুখারী (রহঃ) এর নামে একটি ইসলামী পাঠাগার। সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের মধ্যবর্তী শারিকতলা বাজারে এই পাঠাগার স্থাপন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে এবং সমাজের বিশিষ্ট্য ব্যক্তিবর্গের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়েছে পাঠাগারটি।

“আসুন আমরা আমাদের নেক আমল গুলো কুরআন ও সহীহ হাদিস দিয়ে যাচাই করে দেখি” এই শ্লোগনকে সামনে রেখে মহান আল্লাহার দেওয়া ও নবী মুহাম্মদ (সঃ) এর কাছ থেকে আসা সঠিক ইসলাম প্রচারের জন্য চেষ্টা চালিয়ে যাওয়াই পাঠাগার কর্তৃপক্ষের প্রানপণ প্রচেষ্টা। বিনামূল্যে ইসলামি জ্ঞান অর্জন ও ইবাদতের গ্রহনযোগ্যতা যাচাই করার জন্য বিভিন্ন রকম কিতাব রাখা হয়েছে এই পাঠাগারে।

আলেম ওলামা সহ সাধারণ মানুষের সঠিক ইসলামী জ্ঞান অর্জনের জন্য এখানে রয়েছে আরবী ও বাংলা অনুবাদ করা কুরআনের তাফসির, সহীহ বুখারী, সহীহ মুসলিম, বুলুগুল মারাম, শামায়েলে তিরিমিজি সহ বিভিন্ন হাদিস গ্রস্থ এবং দেশি-বিদেশি গ্রহনযোগ্য আলেম ও মোহাদ্দেসদের লেখা দলিল ভিত্তিক কিতাব।

পাঠাগার সম্পর্কে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লা বলেন, প্রত্যেক এলাকার যুবকদের এমন একটি ভালো উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জনে আগ্রহ হবে যুবকরা। অযথা সময় নষ্ট না করে পাঠাগারে এসে দলিল সহ সঠিক ইসলামকে জেনে বুঝে ইবাদত করে পরকালের সম্পদ অর্জন করতে আহবান জানান সকলকে।

পাঠাগারের উপদেষ্ট্যা মোঃ হুমায়ুন কবির হাওলাদার বলেন আমাদের সমাজে সকলের সঠিক ইসলাম সম্পর্কে জানা ঈমানী দায়িত্ব। মানুষের কাছে শুনে নয়, আসুন আমরা সকলে কিতাব থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করে আমল করি।

উপদেষ্ট্যা মন্ডলির সদস্য ও ৫নং ওয়ার্ডের বিশিষ্ট্য সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম চোপদার ইসলামী ফাউন্ডেশনের সহীহ বুখারীর সকল খন্ড বিনামূল্যে পাঠাগারে উপহার দিতে এসে বলেন, আমাদের সামর্থ অনুযায়ী এই পাঠাগারে বিভিন্ন রকম কিতাব সংগ্রহ শুরু করেছি। আশা করছি সকল মুসলমান এখান থেকে শিরক ও বিদআত মুক্ত ইসলামী জ্ঞান অর্জন করতে পারবে। ইনশাল্লাহ।

সরকারী ও বে-সরকারী কোন অনুদান ছাড়া পরিচালিত ইমাম বুখারী (রহঃ) ইসলামী পাঠাগারে যেকোন বৃত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ সঠিক ইসলাম প্রচারের স্বার্থে বিনামূল্যে ইসলামী কিতাব দান করতে পারবে বলে জানান পাঠাগার কর্তৃপক্ষ।