পরিচালকের ক্ষোভ আমির-সালমানের প্রতি

0
19

বিনোদন: ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিলো সালমান খান এবং আমির খান অভিনীত কমেডি ছবি ‘আন্দাজ আপনা আপনা’। এই সিনেমাতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিলো বলিউডের দুই হার্ডথ্রপ অভিনেতা আমির খান ও সালমন খানকে। সিনেমাটি পরিচালনা করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাজকুমার সন্তোষী।এখনও এই ছবিটি দেখতে দর্শকেরা বেশ পছন্দ করেন। কিন্তু সেই সময় বক্স অফিসে তেমন সফল না হওয়ায় মাত্র দুই সপ্তাহের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো সিনেমাটি। ফ্লপ হওয়ার পেছনের কারণ নিয়ে সম্প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ করে কথা বলেছেন পরিচালক রাজকুমার সন্তোষী।দি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রাজকুমার সন্তোষী আন্দাজ আপনা আপনার সিনিমাটির ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।পরিচালক বলেছেন, ‘সিনেমাটি মুক্তির সময় সিনেমাটির দুই তারকাই মুম্বাইয়ের বাইরে অন্যান্য ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। তাদের কেউই সিনেমাটির প্রচার করেননি। কিন্তু এখন তারকারা প্রোমোশনে অনেক সময় দেন। আমরা ঠিক মতো সিনেমাটির প্রচার করতে পারিনি, এমনকি সিনেমাটি মানুষের কাছেও পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি।’ তিনি আরো বলেন, ‘যদিও আন্দাজ আপনা আপনা সেই সময়ে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন গল্প ছিলো। এতে রোমান্সের চেয়ে কমেডি, অ্যাডভেঞ্চার এবং হিউমার বেশি ছিলো। মানুষ এই সিনেমাটি বুঝতেও সময় নিয়েছে।’ তবে রাজকুমার বলেছেন যে ২৯ বছর আগে যখন সিনেমাটির মুক্তি পেয়েছিলো, তখন পরিবেশকরাও নতুন ছিলেন।এছাড়া আন্দাজ আপনা আপনা-এর রিমেকের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাজকুমার সন্তোষী বলেন, ‘যেই সিনেমাটির রিমেক করার চেষ্টা করবে, সেই-ই ক্ষতির সম্মুখীন হবে। এই সিনেমাটির রিমেকে তেমন কিছু করার সুযোগ নেই। ছবিটি আজও টাটকা রয়েছে। যে কেউ এই চিরসবুজ ছবির রিমেক করার চেষ্টা করলে সে ডুবে যাবে। কারণ, এমন একটি ছবি আর তৈরি করা সম্ভব নয়।’ ঘয়াল, দামিনী, ঘটক, লজ্জা এবং অন্যান্য বেশ কিছু ভালো চলচ্চিত্র পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। চলতি বছরে রাজকুমার সন্তোষী দুটি ছবি পরিচালনা করেছেন। গান্ধী গডসে এক যুদ্ধ এবং ব্যাড বয়। দুটি ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়।