সংযোগ

0
43
মাহফুজ রেজা
তোমার সাথে সংযোগ
বিছিন্ন হলে আমি মৃত্যু প্রায়।
আমি চেষ্টা করি নিশিদিন
সংযোগে থাকতে তবু হায়,
একটা অভিশপ্ত ইবলিশ
রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোকা দেয়।
চলে অবিরাম চেষ্টার কসরত
আমার সংযোগ কেড়ে নেয়।
আমিও নাছোড়, আমি অটল
শেষতক অভিশপ্তের পরাজয়,
থাকি সংযোগে, এই সংসার
এই লোকজন, এই লালসা,
সব ত্যাজি কলবে্ ধ্বনিত
শুধু তোমার সুন্দর নাম,আশা
জাগে মনে না বেহেশত নয়,
শেষ বিচারের কঠিন দিনে
শুধু দেখতে চাই চেহারা নূরময়।