বাগেরহাট পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
24

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করণে কর্মপরিকল্পনা বিষয়ক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) বিকালে বাগেরহাট পৌরসভার হলরুমে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূঁইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী ও জেলা আওয়ামী লীগ সদস্য শেখ ফিরোজুল ইসলাম, শেখ আজমল হোসেন, আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, পৌর কাউন্সিলর শামীম আহসান, আবুল হাসেম শিপনসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও এখন থেকেই সকল নেতৃবৃন্দের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জননেত্রী শেখ হাসিনা কল্যানে বাংলাদেশ আজকে বিশ^বাসীর কাছে রোল মডেল। সেই উন্নয়নের ধারা চলমান রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রাথমিক সদস্য সংগ্রহ, নবায়ন এর অগ্রগতি পর্যালোচনা করা হয়।