দেশকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে: আইনমন্ত্রী আনিসুল হক

0
41

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দেশকে ধ্বংস করতে দু-তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র দেশের মানুষই প্রতিহত করবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি মানবিক আর অমানবিকের মধ্যে পার্থক্য বোঝে না মন্তব্য করে সভায় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে সহানুভূতি দেখিয়েছেন বলেই বাড়িতে আছেন। অন্যথায় তিনি জেলে থাকতেন।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘আপনারা শক্তি হিসেবে আমাদের সঙ্গে কাজ করবেন এটিই আমার বিশ্বাস। একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছেন। আপনারা নৌকা মার্কায় আওয়ামী লীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘দেশে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। যদি বিএনপির সাহস থাকে তাহলে তারা নির্বাচনে আসবে। একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’ এর আগে মন্ত্রী মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের এক পথসভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপকসহ দলীয় নেতাকর্মীরা।