মে দিবস উপলক্ষে মোরেলগঞ্জে শ্রমিক সমাবেশ 

0
28
মোরেলগঞ্জ প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার নিশ্চিত কারার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রমিক সমাবেশ, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় মিছিল শেষে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ-শরণখোলা আসেনর সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি মো. আলমগীর হোসেন বাদশার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ ও উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার।