পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ১২ বছরের কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ওই রাতেই ধর্ষণ মামলা করে। পুলিশ ধর্ষককে ডুমুরিয়া উপজেলার তার আতœীয় বাড়ি থেকে গ্রেফতার করে। শিশুকে শনিবার সকালে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলা কপিলমুনি ইউনিয়নের হাউলী গ্রামে মৃত্যু মকবুল মোড়লের ছেলে মুনছুর মোড়ল (৫৫ ) একটি বাড়িতে যেয়ে ১২ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষন করে। এ সময় শিশুর পিতামাতা বাড়ি ছিলো না। শিশুটি পিতামাতা বাড়ি আসলে তাদেরকে জানায়। তাৎক্ষনিক পিতামাতা পুলিশকে জানায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, ঊন্নত প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার ভোর রাতে ধর্ষককে ডুমুরিয়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। শনিবার শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিনো হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।