মোরেলগঞ্জে হয়রানি মূলক মামলা থেকে বাচঁতে চায় কৃষক পরিবার

0
25

এম.পলাশ শরীফ: বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা বিরোধের জের ধরে মারপিটের ঘটনায় এক কৃষক পরিবার মামলা করলে, বাদিকে মামলা তুলে নেওয়ার হুমকি। উল্টো হয়রানি মূলক মারপিট, অপহরণসহ ৫টি মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের কৃষক হেমায়েত শেখের সাথে একই গ্রামের প্রতিবেশী প্রতিপক্ষ আলী হোসেন শেখের পুত্র নজির শেখের পরিবারের সাথে ১ একর ২৮ শতক জমি নিয়ে ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে হেমায়েত শেখের ছোট ভাই জাহাঙ্গীর শেখকে কুপিয়ে জখম করার ঘটনায় নজির শেখসহ ১০ জনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে হেমায়েত শেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর-৩৫/২০১৪।

উক্ত মামলাটি চলমান থাকায় মামলা তুলে নিতে কৃষক পরিবারকে হুমকি, আসামিরা প্রভাবখাটিয়ে মামলা তুলে নিতে না পারায় অপরহরণ, মারপিটসহ একাধিক হয়রানিমূলক মামলা করে কৃষক পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান ও ভাইয়ের বিরুদ্ধে। এর মধ্যে অপহরণ মামলাসহ নির্দোষ প্রমানিত হওয়ায় ৩ টি মামলা খারিজ হয়েছে। সর্বশেষ হেমায়েত হোসেনের ছেলে মাহবুব শেখের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে প্রতিপক্ষ নজির শেখ বাদি হয়ে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বাগেরহাট বিজ্ঞ চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এ মমলায় কৃষক হেমায়েত ও তার ছেলে মাহবুব, রবিউল স্ত্রী মাকুল বেগম, ভাই জাহাঙ্গীর শেখ ও মেয়ে ফাহিমা বেগম ও সুরমা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে আসামি করা হয়েছে। যার মামলা নং-সিআর ৪৮/২০২৩, তারিখ-২২.৩.২০২৩।

ভূক্তভোগী কৃষক মো. হেমায়েত হোসেন বলেন, মোবাইলে গেম খেলাকে নিয়ে তার ছেলে ও নজির শেখের সাথে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাকবিতান্ডা হয়। অথচ বাদি নজির শেখ ঘটনার তারিখ ও সময় ৩দিন পূর্বে ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় দেখিয়ে হয়রানিমূলক এ মামলাটি করেছে। ইতোপূর্বে প্রভাবশালী এ মহলটি তার ৩৩ শতক সবজি ক্ষেতের সীম, বরবটি, টমেটো ৭শ’ ফলন্ত চারা কেটে ফেলে ২ লাখ টাকার ক্ষতি-সাধন করেছে। তখন থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন জনৈক এক পেশকার এ প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে তাদেরকে ক্ষতি করছে। তিনি প্রভাবশালীদের হয়রানিমূলক মামলার হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী সহ উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ সর্ম্পকে নজির শেখ বলেন, শুধু মাত্র দুটি মামলায় সে বাদি। তাদের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করছে হেমায়েত হোসেন। তিনি কাউকে হয়রানি করছেন না।