আইটি: টিন্ডার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ডেটিং অ্যাপ। অ্যাপ যা-ই হোক না কেন, সবাই এখন ভ্যারিফিকেশনের দিকে জোর দিচ্ছে। ব্যবহারকারীদের সুরক্ষার জন্য তারা সবসময় নতুন পদ্ধতি ব্যবহার করে। টিন্ডারেও ভ্যারিফিকেশনের জন্য একটি নতুন পদ্ধতি চালু হয়েছে। টুইটারে যেমন নীল টিক চিহ্ন পেতে হলে সাবস্ক্রাইব করতে হয় তেমনি টিন্ডারও সম্প্রতি একটি নতুন ভ্যারিফিকেশন পদ্ধতি চালু করেছে। নতুন পদ্ধতিতে ব্যবহারকারীকে একটি সেলফি ভিডিও আপলোড করতে হবে। সেলফি ভিডিও আপলোডের মাধ্যমে তা ভেরিফাই হলেই টিন্ডার অ্যাকাউন্টে যুক্ত হবে টিকমার্ক। এতদিন পর্যন্ত টিন্ডারে শুধু বিভিন্ন পোজে দাঁড়িয়ে ছবি আপলোড করাটাই ছিল স্বীকৃত। কিন্তু অনেকেই বহুদিন পর এই অ্যাকাউন্টে ফিরে আসতে পারেন। তাদের নিরাপত্তার জন্য নতুন এই সিকিউরিটি ফিচার চালু হয়েছে। এভাবে কেউ অনেকদিন পর অ্যাকাউন্টে ফিরলেও শনাক্ত করা হবে সহজ। নতুন কেউ এলে ভ্যারিফিকেশনের মাধ্যমেই সব ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। পুরনো ইউজারদেরও একই নিয়ম মেনে ভেরিফিকেশন করতে হবে।