বাগেরহাটে তুচ্ছ ঘটনায় অবঃ সেনা সদস্যকে মারধরের অভিযোগ

0
27

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাট সদর উপজেলার মল্লিক বাড়ির মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবঃ সেনা সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মল্লিক বাড়ির মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী শেখ হায়দার আলী (৫০) বলেন, আমি মল্লিক বাড়ির মোড় এলাকায় মোঃ জাহিদুল হক মল্লিকের বাসায় ভাড়া থাকি। আমিসহ বাসার সকল ভাড়াটিয়া বাসার পরিত্যক্ত ময়লা মালিকের নিজের জায়গায় ফেলানো হয়। বৃহস্পতিবার আমার বাসার কাজের মহিলা প্রতিদিনের ন্যায় পরিত্যক্ত ময়লা নির্ধারিত স্থানে ফেলে রাখে। ঐ দিনেই মল্লিক বাড়ির মোড় এলাকার সৈকত বাবুসহ আরো দুই জন আমার বাসায় প্রবেশ করে। তারা উক্ত স্থানে ময়লা ফেলতে নিষেধ করে। আমি তাদেরকে বাসার মালিক জাহিদুল হক মল্লিকের সাথে কথা বলতে বলি। এতে সে ক্ষিপ্ত হয়ে বাসার সকলের সামনে বিনা কারনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাজারের উদ্দেশ্যে মল্লিক বাড়ির মোড় পর্যন্ত পৌছালে সৈকত বাবুসহ আরো দুই জন আমার পথ রোধ করে। তারা আমাকে আবারো খারাব ভাষায় গালিগালাজসহ শরীরের বিভিণœ স্থানে মারধর করতে থাকে। একপর্যায়ে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে। পরে তাকে অসুস্থ্য অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে হামলার ঘটনার সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।