কেমন খেললেন নামিবিয়ার ক্রিকেটার লিটনের পরিবর্তে ?

0
23

স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনস গার্ডেনসে কলকাতার প্রতিপক্ষ ছিল চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাসকে একাদশের বাইরে রেখেই খেলতে নামে কেকেআর। দিল্লির বিপক্ষে ম্যাচেই অভিষেক হয়েছে তার। অভিষেকে অবশ্য আলো ছড়াতে পারেননি এই স্টাইলিশ ব্যাটার। কিপিংটাও ভালো হয়নি। অভিষেক ম্যাচে বাজে পারফর্ম করার ফল হাতেনাতে পেলেন লিটন কুমার দাস। লিটনের বদলে কলকাতার হয়ে অভিষেক হয়েছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের। উইজে অবশ্য খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়েও। বর্তমানে খেলছেন নামিবিয়ার হয়ে। রোববার ইডেন গার্ডেনসে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় কেকেআর। দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন উইজে, এক ছক্কা হজমের পাশাপাশি ৯ রান দেন। চেন্নাই ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে এসে দেন ১৪ রান। ১৫তম ওভারে ফের বোলিংয়ে আসেন উইজে। ওই ওভারেও উইকেটশূন্য, দিয়েছেন আরো ১৫ রান। ৩ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকা উইজেকে আর বোলিং দেননি কলকাতা অধিনায়ক নীতিশ রানা। উইজে ব্যর্থ হয়েছেন ব্যাট হাতেও। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরেন এই অলরাউন্ডার। জেসন রয় ও রিঙ্কু সিংয়ের ঝোড়ো ফিফটির পরও কলকাতা ম্যাচটি হেরেছে ৪৯ রানের বড় ব্যবধানে। চেন্নাইয়ের দেওয়া ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ১৮৬ রান তুলতে সক্ষম হয় কেকেআর।