ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে ঈদেরদিন মোটর সাইকেল দূর্ঘটনায় জাকারিয়া হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত কাল শনিবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে এ ঘটনা ঘটে। জাকারিয়া হোসেন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের মো: কবির হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনেরা জানান,শনিবার বিকেলে ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সন্ধ্যায় মোটর সাইকেল চালিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরেগিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান,উপজেলার পাড়েরহাট এলাকার জাকারিয়া হোসেন নামে এক তরুনের ফজিলাতুন্নেসা মুজিব সেতুতে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়েছে।