মোরেলগঞ্জে ১ হাজার পরিবারে পেল ঈদ উপহার 

0
28
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর এলাকার ১ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ঈদবস্ত্র বিতরণ করেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট ২ আসেনর সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও ১ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী, কাউন্সিলর শংকর কুমার সাহা, মহিদুল ইসলাম, সুজন শেখ, আজিজুর রহমান মিলন, শাহিন শেখ, রোকেয়া বেগম, সাদিয়া সুলতানা ও হিরা বেগম এ সময় উপস্থিত ছিলেন।