পঞ্চগড়ে শ্বাসরুদ্ধ করে শিশু হত্যার অভিযোগে 

0
40
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়: পঞ্চগড়ে রিয়ামনি (৭) নামের এক শিশুকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগে তারই ফুফাতো ভাই হাবিবুল্লাহ রসুল (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি বুধবার রাতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের গেরালবাড়ি গুচ্ছগ্রামে ঘটে। নিহত শিশু ওই এলাকার মনোয়ার হোসেনের মেয়ে।এঘটনায় মামত ভাই আটক হাবিবুল্লাহ একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মা-বাবার সাথে ঢাকায় থাকতো রিয়ামনি মঙ্গলবার তারা ঢাকা থেকে গ্রামে আসে। বুধবার বিকেলে শিশু রিয়ামনিকে জোর করে খেলার কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে যায় রসুল।সন্ধ্যা হলেও শিশু বাসায় না ফেরায় তারা খোঁজাখুঁজি করে।এদিকে কিশোর রসুল ঘরে টিভি দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় এশার নামাজের আগ মুহূর্তে মসজিদে মেয়ে হারিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এক পর্যায়ে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বিষয়টি প্রকাশ করে। পরবর্তীতে ছেলেটিকে সাথে নিয়ে ভুট্টা ক্ষেতের ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজু আহম্মেদ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে, ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়েছি।ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।