ভুল বাড়ির সামনে গাড়ি যাওয়ায় যুক্তরাষ্ট্রে গুলি

0
29

বিদেশ : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এক বাড়ির গ্যারেজের সামনে ভুল করে একটি গাড়ি চলে আসার পর ওই বাড়ির মালিকের ছোঁড়া গুলিতে এক তরুণী নিহত হয়েছেন। গত শনিবারের এ ঘটনার সময় ওই গাড়িতে নিহত কেলিন গিলিসের (২০) সঙ্গে আরও তিনজন ছিলেন। পুলিশ জানিয়েছে, তারা ভুল করে গাড়ি নিয়ে মূল রাস্তা থেকে হেবরন শহরের কেভিন মোনাহেনের বাড়ির ড্রাইভওয়েতে উঠে যান, গাড়ির চালক যখন ওই ড্রাইভওয়ে থেকে বের হয়ে যাচ্ছিলেন মোনাহেন (৬৫) গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন আর তা গিলিসের শরীরে গিয়ে লাগে। এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টির শেরিফ জেফরি মারফি বলেছেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। বন্ধুর বাড়ি খুঁজছিল কয়েকজন তরুণ আর তা শেষ হল এই লোকের বাড়িতে, যে কিনা একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হয়ে এসে গুলি ছুড়ে দিল।” মোনাহেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দ্বিতীয় স্তরের খুনের অভিযোগ আনা হয়েছে। বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলের এলাকাটি প্রায় গ্রামীণ, রাতে ওই ড্রাইওয়েটিতে তেমন আলো ছিল না। মারফি জানিয়েছেন, মোনাহেন গুলি করার আগে ওই গাড়িটি থেকে কেউ নামেনি বা তাদের কেউ তার বাড়িতে প্রবেশের চেষ্টাও করেনি। “পরিষ্কারভাবে গাড়ির কারও কাছ থেকে কোনো হুমকি ছিল না। মোনাহেনের হুমকি অনুভব করারও কোনো কারণ ছিল না,” বলেছেন শেরিফ মারফি। বন্ধুরা গাড়িটি নিয়ে ওই বাড়ি থেকে দ্রুত বের হয়ে নিকটবর্তী শহরে ফোন করে সাহায্য চায়, কিন্তু চিকিৎসা কর্মীরা এসে গিলিসকে মৃত বলে ঘোষণা করে। শেরিফ দপ্তর থেকে দেওয়া প্রেস রিলিজে বলা হয়েছে, “মোনাহেন তদন্তে অসহযোগিতা করছেন এবং পুলিশের সঙ্গে কথা বলার জন্য তার বাড়ি থেকে বের হতেও রাজি হচ্ছিলেন না।”পৃথক আরেক ঘটনায় যুক্তরাষ্ট্রের মিজৌরিতে ভুল বাড়ির কলিং বেল টেপায় রাল্ফ ইয়ার্ল (১৬) নামের এক কৃষ্ণকায় কিশোরকে গুলি করে হত্যা করে আরেক শ্বেতাঙ্গ বাড়িওয়ালা। ওই কিশোর আরেক বাড়ি থেকে তার ছোট ভাইকে আনতে বের হয়েছিল। অ্যান্ড্রু ল্যাস্টার (৮৪) নামের ওই বাড়িওয়ালার বিরুদ্ধে গুরুতর অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।