মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক স্তরের ৯ম ও ১০ম শ্রেণির ৩৬০ জন মেধাবী শিক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ‘ট্যাব’ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন।

পরিসংখ্যান অধিদপ্তরের জন শুমারি ও গৃহ গননা প্রকল্প ২০২১ এর আওতায় ক্রয়কৃত এ ডিভাইসগুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে এমন ভাবনা থেকে তাদেরকে এগুলো উপহার হিসেবে দেওয়া হয়।