স্পোর্টস: আইপিএলে প্রথমবারের মতো নাম লিখিয়ে শুরুটা ভালো হয়নি হ্যারি ব্রুকের। প্রথম তিন ম্যাচে সেভাবে পারেননি নিজেকে মেলে ধরতে। এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে জ¦লে উঠলেন ইংলিশ ব্যাটসম্যান। বিস্ফোরক ব্যাটিংয়ে উপহার দিলেন আসরের প্রথম সেঞ্চুরি। ইডেন গার্ডেন্সে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন ব্রুক। ৫৫ বলের ইনিংসটি সাজান তিনি ৩ ছক্কা ও ১২ চারে। ব্রুকের ঝড়ো ইনিংসের সঙ্গে অধিনায়ক এইডেন মারক্রামের ৫ ছক্কা ও ২ চারে ৫০ রানে ৪ উইকেটে ২২৮ রানের পুঁজি গড়ে সানরাইজার্স। আসরে প্রথম তিন ম্যাচে ব্রুক করেন যথাক্রমে ১৩, ৩ ও ১৩ রান। সেই হতাশা ঝেড়ে ফেলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয়বার পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। এই সংস্করণে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন তিনি গত বছরের পিএসএলে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে খেলেছিলেন ৫ ছক্কা ও ১০ চারে ৪৯ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস। কলকাতার মাঠে এদিন ইনিংসের প্রথম বলে উমেশ যাদবকে চার মেরে রানের খাতা খোলেন ব্রুক। সেই যে শুরু এরপর থামাথামির নাম নেই। ওই ওভারে চার মারেন তিনি আরও দুটি। এই পেসারের পরের ওভারে হাঁকান টানা দুই ছক্কা। আন্দ্রে রাসেলের করা পঞ্চম ওভারে সানরাইজার্স দুই উইকেট হারালেও ব্রুক খেলে যান নিজের মতো। তার বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৬৫ রান পায় দলটি। ফিফটির আগেই ব্রুককে ফেরানোর সুযোগ পায় কলকাতা। কিন্তু দশম ওভারে ৪৫ রানে থাকা এই ব্যাটসম্যানের ফিরতি ক্যাচ ছাড়েন সুয়াশ শর্মা। ৩২ বলে পঞ্চাশ স্পর্শ করেন ব্রুক। ফিফটির পর আরও দ্রুত রান বাড়ান ব্রুক। তার ঝড়ের বড় ঝাপ্টাটা যায় লকি ফার্গুসনের ওপর দিয়ে। পঞ্চদশ ওভারে নিউ জিল্যান্ড পেসারকে এক ছক্কা ও চারটি চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ ওভারে সিঙ্গেল নিয়ে কাক্সিক্ষত সেঞ্চুরিতে পা রাখেন ব্রুক। ব্যাট-হেলমেট উঁচিয়ে করেন উদযাপন। পঞ্চাশ থেকে একশতে আসতে ব্রুকের লাগে ২৩ বল।