ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ছাত্র সমাজ (জেপির) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল কালাম।
১৩ এপ্রিল বৃহষ্পতিবার উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ছাত্র সমাজের উদ্যোগে পাড়েরহাট রাজলক্ষিস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উপজেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক ও ২ নং পত্তাশী ইউপি চেয়ারম্যান আলহাজ শাহীন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ দুলাল,উপজেলা জেপি যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জান রানা, উপজেলা জেপি সেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক আক্তাররুজ্জামান লাভলু, যুবসংহতি সভাপতি মঞ্জু হোসেন রনি, সম্পাদক নাছির উদ্দিন বরকত। উপজেলা ছাত্র সমাজ সাধারন সম্পাদক কে এম আল শাহরিয়ার,উপজেলা ছাত্র সমাজ সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলামসহ উপজেল জাতীয় পার্টি জেপি, ছাত্র সমাজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবর্গ ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।