জ্যাকম্যানের ‘ওলভেরাইন’ চরিত্রটি হাতছাড়া হতে যাচ্ছিল

0
28

বিনোদন: মার্ভেলের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজির ‘উলভারিন’ চরিত্রের মাধ্যমে পুরো বিশ্বের কাছে পরিচিতি পেয়েছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান। অথচ এই চরিত্রটিই জনি ডেপের কাছে হারাতে বসেছিলেন অভিনেতা। ‘উলভারিন’ চরিত্রে জ্যাকম্যান ছাড়া অন্য কাউকে এখন ভাবতেও পারেন না ভক্তরা। হিউ জ্যাকম্যানের আগে এই চরিত্রটির জন্য প্রস্তাব দেয়া হয়েছিল জনি ডেপকে। যদি ব্যাটে-বলে মিলে যেত, তাহলে হিউ জ্যাকম্যানের আর ‘উলভারিন’ চরিত্রটি করা হতো না। সাথে হাতছাড়া হয়ে যেত এই চরিত্রে অভিনয় করে অর্জন করা ১০০ মিলিয়ন ডলার। ‘উলভারিন’ চরিত্রে হিউ জ্যাকম্যানকে নেয়ার আগে আরও অনেক অভিনেতাকেই এই চরিত্রে নেয়ার কথা ভাবা হয়েছিল। তাদের মাঝে অন্যতম জনি ডেপ। ‘সিনেমা ব্লেন্ড’-এর সূত্রে জানা গেছে, জনি ডেপের সঙ্গে এই চরিত্রে অভিনয়ের জন্য কথাবার্তা অনেক দূর এগিয়েছিল নির্মাতাদের। কিন্তু পরে তা আগায়নি। এই চরিত্রে আরও যেই অভিনেতাদের নেয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের মাঝে কিয়ানু রিভস এবং এডওয়ার্ড নরটন অন্যতম।২০০০ সালের ‘এক্স ম্যান’ সিরিজের সিনেমা দিয়ে ‘উলভারিন’র যাত্রা শুরু। তারপর আটটি সিনেমায় উলভারিন সেজেছেন হিউ জ্যাকম্যান। ‘ডেডপুল থ্রি’ সিনেমায় ‘উলভারিন’ চরিত্রে দেখা যাবে জ্যাকম্যানকে। ২০১৭ সালের ‘লোগান’ সিনেমায় মারা যেতে দেখা গেছে ‘উলভারিন’কে। তাই সেই চরিত্রের ফিরে আসার বিষয়টি ভক্তদের কাছে ‘বিস্ময়কর’। ছবিটি ২০২৪ সালের ৮ নভেম্বর মুক্তি পাবে। সূত্র: কইমই