ইন্দুরকানীতে মা-ছেলেকে কুপিয়ে জখম ৮জনের বিরুদ্ধে মামলা

0
105

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে মা এবং ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আহত বিউটি বেগমের স্বামী হারুন হাওলাদার বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
জানা যায়, গত বুধবার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের দক্ষিন ভবানীপুর গ্রামের বিউটি বেগম(৪৫) ও ছেলে ছগির হাওলাদার(২৫) নিজেদের ঘরের পাশে খালের মাটি কাটতে ছিল। এ সময় একই এলাকার রাসেল হাওলাদার মাটি কাটতে নিষেধ করে বলেন তোরা কেন খালের মাটি কাট। তারা বলে আমার ঘরের পোতা খালে ভেঙ্গে গেছে, তাই একটু মাটি কাটি। আমাদের যায় গায় তাতে তোমার সমস্যা কি? এই কথা শুনে আসামি রাসেল,তরিকুল,রাকিব,ওবায়দাসহ ৭/৮ জন মিলে দা দিয়ে বিউটি বেগম ও ছেলে ছগির হাওলাদারকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, মা-ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।