বৃষ্টির সঙ্গে কথপোকথন

0
33
ফয়জুল হাকিম
সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেলো না একটি কবিতা,
বৃষ্টির বারান্দায় বসে চলে দিনভর কথোপকথন
গাছের পাতার ফাঁকে ভিজে এক শেষ হয় সব পাখি,
মাঝে মধ্যে হঠাৎ হাওয়ায় ঝাপ দেয় কয়েকটি বিবর্ণ পাতা,
পথ চেয়ে প্রতীক্ষায় থাকে মায়ের দুচোখ,
তবুও বাড়ি ফেরা হয় না কবি ও কবিতার
শুনেছি নদীর ঢেউ ভেঙ্গে ভেঙ্গে হেঁটে চলেছে
সব শব্দ কল্প উপমা,
বাড়ি জুড়ে পড়ে থাকে শুধু একা দীর্ঘশ্বাস!