মোশতাক আল মেহেদী
এখন এখানে সাদা কালো খুব মাখামাখি
জানি না কখন রোদে ফর্সা হবে
পুরণো ধাঁচেই মাঝেমধ্যে বলি
অসুখে পেয়েছে নাকি সেটাই আসলে সুখ!
এসব কথার পিছনে অনেক কথা
বয়স হয়েছে বলেই এসব ভাবা।
কেমন সমাজ যেখানে সবাই একা
একাকী জীবন একাকী সবার থাকা!