ইন্দুরকানীতে হঠাৎ কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ লাইনসহ কয়েকটি বাড়ি লন্ডভন্ড

0
30

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ২৯ মার্চ রাতে কালবৈশাখি ঝড়ে উপজেলার এনায়েত হাওলাদার ও রেজাউল হাওলাদোরের বাড়ি রাস্তার পাশের গাছ পড়ে গিয়ে সেমিপাকা ঘরের টিনের চালাসহ ভেঙে গেছে ।
উলেখ্য কিছুদিন পূর্বে সড়ক ও জন পথের রাস্তা উন্নয়নের কাজের সময় রাস্তার দুই পাশের কাছের শিকড় কাটা যায় রাতে হঠাৎ ঝড়ে সেই গাছ পরে গিয়ে তাদের ঘরের অনেক ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান ও উপজেলানির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম । এ বিসয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি এনায়েতের ও রেজাউলের পরিবারকে ব্যাক্তিগত ভাবে নগদ সহায়তা করেছি এবং যাতে করে সরকারি সাহায্য পায় সে জন্য আবেদন করতে বলা হয়েয়ে। এছারা উপজেলায় কয়েকটি বিদ্যালয়ের কিছু ক্ষতির খবর আমরা পেয়েছি। ইউপি চেয়ারম্যানদের কাছে যানতে চেয়েছি এলাকায় কেমন ক্ষতি হয়েছে।
কালবৈশাখি ঝরে উপজেলার পল্লিবিদ্যুতের ৬১৯কিমিঃ লাইনের অনেক জায়গায় গাছ পরে লাইনের তারছিরে গেছে, খুটি হেলে গেছে,অনেক জায়গায় এখন ও লাইন মেরামতের কাজ করছে পল্লিবিদ্যুৎ বিভাগের লোকজন। এবিষয়ে ইন্দুরকানী উপজেলা পল্লি বিদ্যুৎ ইনর্চাজ ইসমাইল হাওলাদার বলেন সকাল হতে না হতেই লাইন মেরামকের কাজ শুরু করেছি। প্রধান প্রধান লাইন চালু করেছি, উপজেলার সকল এলাকার বিদ্যুৎ লাইন মেরামতের জন্য কম পক্ষে আর ও দুই একদিন লাগবে, আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করেছি লাইন চালু করার জন্য।