মোরেলগঞ্জে কাল বৈশাখী ঝড়ে একটি দাখিল মাদ্রাসা লন্ডভন্ড

0
39

শিব্বির আহমেদ, মোরেলগঞ্জ: বাগেরহাটের মোরেলগঞ্জে আকর্ষিক কাল বৈশাখী ঘূর্ণিঝড় দুমড়ে মুচরে গুড়িয়ে দিল চরহোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার পাঠদানের ৯টি শ্রেণীকক্ষের কাঠের ঘর। ১৬টি ইউনিয়ন সহ পৌরসভার বিভিন্ন স্থানে গাছপালা, কাঁচাবাড়িঘর ঘরের চালার টিন উঠিয়ে নিবার ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আকর্ষিক ঘূর্ণিঝড়ে হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার কাঠের ঘরটি ঝড়ের কবলে সম্পূর্ণ বিধস্ত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। মাদ্রাসা সংলগ্ন বাসিন্দা মো. রেজাউল হাওলাদার, আব্দুল কুদ্দুস ঘরামী ও সুলাইমান মাতুব্বার বলেন, রাতের খাবার শেষে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, বাহিরে বৃষ্টি চলছে। কিছুক্ষন পরে এসে দেখি মাদ্রাসার ওই কাঠের ঘরটি মাটির সাথে মিশে গেছে।
এ বিষয়ে মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপার মাওলানা আবুল হাসান বলেন, ঝড়ে সম্পূর্ন ক্ষতিগ্রস্ত টিনশেটের ঘরটিতে প্রথম শ্রেনী থেকে ৯বম শ্রেনীর শতাধিক শিক্ষার্থীর ক্লাস নেওয়া হতো। বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ বলেন, শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যদিও মাদ্রাসাটিতে নতুন ভবনের কাজ চলছে তা ৩ বছর ধরে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে। শিক্ষার্থীদের বিকল্প পাঠদান দেওয়া হতো ওই ঘরটিতে। ঝড়ে নতুন করে সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতান বলেন, আকর্ষিক ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানবৃন্দ এখনও পর্যন্ত কিছুই অবহিত করেননি। তবে, খোঁজ খবর নিয়ে ক্ষতির বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।