বাগেরহাটে জেলা যুবদলের সম্পাদক মামলায় নাশকতা গ্রেফতার

0
31

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লাকে একটি নাশকতার পরিকল্পনার পুরাতন মামলায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার দিবাগত গভীররাতে শহরের খারদ্বারস্ত তার বাড়ি থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে জেলার মোরেলগঞ্জ থানার নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করে পুলিশ।
এসময় সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো: আছাদুল ইসলাম তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদেশ দেন।
মামলার এজাহারে জানাযায়, মোরেলগজ্ঞ উপজেলার মহিশপুরা পুলিশ ক্যাম্পের এস আই মো: মাহমুদ হাসান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে ২৮মার্চ ২০২৩ তারিখে এ মামলা দায়ের করে।