বিনোদন: ‘পাঠান’ ঝড় শেষে বলিপাড়ায় চর্চার কেন্দ্রে এখন একটাই, নির্মিত হচ্ছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। দিন কয়েক আগে সোশ্যাল হ্যান্ডেলে কারিনা কাপুর খানের এক পোস্টে ঘনীভূত হয় রহস্য। সেই রহস্যের জট না খুলতেই নতুন জল্পনায় ফেলে দিলেন ছবির অন্যতম চরিত্র শিক্ষক বোমান ইরানি। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে, অথচ তাকেই জানানো হলো না? রীতিমতো অবাক ভাইরাস। খানিকটা চটেও গেলেন তিন ইডিয়টের ওপর। সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করলেন সেই ভিডিও। বলিউড অভিনেতা বোমান ইরানির প্রশ্ন, ‘‘তোমরা করছটা কী? তোমরা কী করে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল বানানোর কথা ভাবতে পারো?’’ তিন ইডিয়টের কাজকর্মে রীতিমতো হতাশ বোমান। তার কথায়, ‘ভাগ্যিস কারিনা আমাকে এটা জানালো। না হলে জানতেই পারতাম না। এটা ঠিক হচ্ছে না, একদম ঠিক কাজ হচ্ছে না।’ বোমান আরও বলেন, ‘এত বড় একটা বিষয় ঘটে যাচ্ছে, আর আমাদের জানানোরও প্রয়োজন বোধ করছ না তোমরা। এই তোমাদের বন্ধুত্বের নমুনা!’ বোমানের দাবি, ‘‘নিশ্চয়ই জাভেদ জাফরিও এই বিষয়ে কিছুই জানেন না। প্লিজ, ওকে ফোন করে জানাও তোমরা।’ এদিকে বোমানের এই ভিডিওর উত্তর দিয়েছেন শরমন জোশী। ভিডিওর নিচে অভিনেতা লেখেন, ‘ক্ষমা করবেন ভাইরাস… মানে বোমান ইরানি স্যার। আপনি প্লিজ রাগ করবেন না। আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আপনি প্লিজ ফোন তুলুন।’ দিন কয়েক আগে একটি ভাইরাল হওয়া ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলের পাতায় পোস্ট করেন কারিনা কাপুর খান। দাবি করেন, আমির খান, শরমন জোশী ও আর মাধবন নাকি ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েলের জন্য কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু তাকে নাকি জানানোই হয়নি। তাকে ছাড়া কী করে ছবির কাজ শুরু করলেন ওই তিন জন, তা ভেবেই অবাক কারিনাও। এবার একই ঘটনা ঘটলো বোমান ইরানির সঙ্গেও। আসন্ন ছবি ‘কংগ্রাচুলেশনস’-এর জন্য আপাতত প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা শরমন জোশী। শোনা যাচ্ছে, ছবির প্রচারের জন্যই এই কৌশল অবলম্বন করেছেন অভিনেতা। মাসখানেক আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আমির, মাধবন ও শরমনের একটি ভিডিও। তখন থেকেই ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের জল্পনা তুঙ্গে। সত্যিই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হলে যে দর্শকের অভাব হবে না, তা বলাই যায়। সূত্র: এবিপি