বিনোদন: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগমের বাবার বাড়ি থেকে ৭২ লাখ টাকার চুরি হয়েছে। শিল্পীর বাবা অগম কুমার নিগম পুলিশের কাছে এ অভিযোগ জানিয়েছেন। এ ঘটনায় তাদের অভিযোগের তীর বাড়ির প্রাক্তন ড্রাইভার রেহানের দিকে। নিগম পরিবারে আগে ড্রাইভারের চাকরি করতেন রেহান।অগম কুমার নিগমের অভিযোগের ওপর ভিত্তি করে মুম্বাইয়ের ওশিয়ারা থানার পুলিশ অভিযুক্ত রেহানের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা রুজু করেছে। এ ঘটনার পর থেকে রেহান পলাতক থাকলেও তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাছে অগমকুমার জানিয়েছেন, গত রোববার মেয়ে নিকিতার ভারসোভার বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন তিনি। বাড়ি ফিরে মেয়েকে ফোন করে জানান, তার ঘরে থাকা কাঠের আলমারির ডিজিটাল লকার থেকে নগদ ৪০ লাখ টাকা খোয়া গেছে। পরদিন ভিসাসংক্রান্ত কাজকর্মের জন্য সনুর বাড়িতে গিয়েছিলেন তার বাবা। সেদিনও বাড়ি ফিরে দেখেন ৩২ লাখ টাকা উধাও। মোট ৭২ লাখ টাকা উধাও হয়ে যাওয়ার নেপথ্যে কে, তা প্রথমে আন্দাজ করতে পারেননি তিনি। তবে তাদের সোসাইটির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রেহান দুই দিন বড় ব্যাগ নিয়ে নিজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে। অগমকুমারের অভিযোগ, ডুপ্লিকেট চাবি দিয়ে তার ফ্ল্যাটে ঢুকে বেডরুমের ডিজিটাল লকার থেকে ৭২ লাখ টাকা চুরি করেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতেও দেখা যায় তাকে। ওই সূত্র ধরেই পুলিশের কাছে রেহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে রেহানকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ৩৮০, ৪৫৪, ৪৫৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। চাকরি হারানোর আক্রোশে চুরি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সূত্র : সংবাদ প্রতিদিন