স্পোর্টস: সেভিয়ার ডাগআউটে বেশি সময় টিকতে পারলেন না সাম্পাওলি। দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর সরিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টাইন এই কোচকে। কারণটা আর কিছু নয়, দলের টানা ব্যর্থতা। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মঙ্গলবার সাম্পাওলিকে বরখাস্ত করার বিষয়টি জানায় সেভিয়া। লা লিগায় নিজেদের সবশেষ সাত ম্যাচের চারটিতে হেরেছে সেভিয়া, এর মধ্যে রয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার বিস্বাদও। ২৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে দলটি। সেভিয়ার ডাগআউটে গত অক্টোবরে হুলেন লোপেতেগির স্থলাভিষিক্ত হন সাম্পাওলি। ৬৩ বছর এই কোচের চুক্তি হয়েছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। এর আগে ২০১৬-১৭ মৌসুমে প্রথম মেয়াদে সেভিয়ার দায়িত্বে ছিলেন সাম্পাওলি। সেবার লা লিগায় চতুর্থ হওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। পরের মৌসুমে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি, তার হাত ধরেই ২০১৮ বিশ্বকাপেও খেলেছিল মেসিরা। সেভিয়ার পরবর্তী ম্যাচ আন্তর্জাতিক বিরতির পর আগামী ১ এপ্রিল, লা লিগায় কাদিসের বিপক্ষে। রেকর্ড ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া চলতি আসরে শেষ আটে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।