স্পোর্টস: আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৮ ঘন্টার ব্যবধানে ওয়ানডেতে দুইবার রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডের পর আইরিশদের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর একমাত্র টেস্ট। এখন সেই টেস্ট ম্যাচ নিয়েই আলোচনায় সাকিব আল হাসান আর লিটন দাস, কারণটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই মাসের শেষের দিকে মাঠে গড়াবে আইপিএল। বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছে তিন ক্রিকেটার। সাকিব-লিটনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ বাংলাদেশের টেস্ট স্কোয়াডে না থাকায় আইপিএলের শুর থেকেই তার খেলতে কোনো বাঁধা নেই। তবে সাকিব আর লিটন তো লাল বলের জন্য অপরিহার্য, তাই আইপিএলের শুরু থেকেই তারা খেলতে পারবে কিনা সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুজনের দল কলকাতা নাইট রাইডার্সের খেলাও রয়েছে বাংলাদেশের টেস্টের আগেই। ইতোমধ্যেই আইপিএলে খেলতে যাওয়ার জন্য অনাপত্তিপত্র চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আবেদন করেছে সাকিব আর লিটন। তবে তাদের অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা সেটি নিয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। এদিক, আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যাক্ত হওয়া দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিলো আইপিএলে খেলতে যাওয়ার ব্যাপারে। লিটন বলেন, ‘আমরা এপ্লাই করেছি, কিন্তু এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাইনি। পেলে জানাবো।’ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্যও অনাপত্তিপত্র চেয়েছেন কিনা জানতে চাইলে লিটন বলেন, ‘ডিসিশন হয়নি এখনও। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।’ অন্যদিকে, বাংলাদেশের টেস্ট স্কোয়াডে না থাকায় আইপিএলের শুরু থেকেই দিল্লী ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারবেন মুস্তাফিজ।