সালমান খান নতুন গানে কণ্ঠ দিলেন 

0
62

বিনোদন: অভিনয়ে কোটি ভক্তের হৃদয়ের রাজা হলেও গানেও কম নন বলিউড ভাইজান। গায়ক হিসেবে তার অভিষেক হয়েছে আগেই। এর আগে ২০১৫ সালের হিরো চলচ্চিত্রের জন্য ‘ম্যা হুন হিরো তেরা’, সুলতান চলচ্চিত্রে ‘জাগ ঘোমেয়া’ এবং কিক চলচ্চিত্রে ‘হ্যাংওভার’-এর মতো গান গেয়েছেন সালমান খান। এবার আরেকটি গানে কণ্ঠ দিলেন ভাইজান। তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ গান গেয়েছেন। ‘জি রাহে থে হাম’ শিরোনামের নতুন গানটি গেয়েছেন বলিউড সুপারস্টার, যা গতকাল মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। রোমান্টিক এই গানে সালমানকে পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে। ‘জি রাহে থে হাম’ গানটির সুর করেছেন অমল মালিক এবং লিখেছেন শাব্বির আহমেদ। ‘জি রাহে থে হাম’ গানে লম্বা হেয়ারস্টাইলে সালমান খানকে দেখা গেছে। গানটিতে সহ-অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তাকে। গানটিতে রাঘব জুয়াল, জ্যাসি গিল এবং সিদ্ধার্থ নিগমকে সালমানের বন্ধু হিসেবে দেখানো হয়েছে। এ ছাড়া শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনালি ভাটনগরকেও একনজর দেখা গেছে গানটিতে। ইনস্টাগ্রামে গানটি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘পড়ে যাওয়ার ওই স্টেপটি শুধু আমাকে করে দেখাও। আমি প্রেম সম্পর্কে নিশ্চিত নই, তবে তুমি নিশ্চিত পড়বে।’ মূলত গানটির একটি স্টেপ নির্দেশ করে ভক্তদের উদ্দেশে এমনটাই লিখেছেন সালমান খান। যেখানে তাকে পূজা হেগড়ের দিকে ঝুঁকতে দেখা যায় এবং দুজনেই পুরোপুরি ঝুঁকে গিয়ে হাওয়ায় ভেসে থাকেন। সালমান খান ফিল্মস প্রডাকশন প্রযোজিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করেছেন ফরহাদ সামজি। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনালি ভাটনগর। সিনেমাটি ২০২৩ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে