মোরেলগঞ্জে আরও ১৩৭ জন পাবেন প্রধানমন্ত্রীর দেওয়া নিরাপদ আবাসন

0
26

মোরেলগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে আরও ১৩৭ টি ভূমিহীন পরিবারকে জমির মালিকানাসহ সেমিপাকা বিপর্যয় সহিষ্ণু আবাসনে তোলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামি ২২ মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বাধন করবেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন।

সোমবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় মোরেলগঞ্জে ইতোমধ্যে ২৫০টি পরিবারকে জমিসহ নিরাপদ আবাসনের চাবি হস্তান্তর করা হয়েছে। আগামি বুধবার(২২ মার্চ) আরও  ৫ ইউনিয়নে ১৩৭টি পরিবারকে জমিসহ সেমিপাকা পরিবেশ বিপর্যয় সহিষ্ণু ঘরের চাবি তুলে দেওয়া হবে বলে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।