তবুও প্রান সেটাই ভালো ভীষণ ফাঁকা!

0
24

মোশতাক আল মেহেদী

আড়ালে থাকি ঝিনুক হয়ে জলের নীচে
জলের পেটে কাদায় মেখে একলা একা,
কেউ দেখে না কেমন করে জীবন বাঁচে
তবুও প্রান সেটাই ভালো ভীষণ ফাঁকা!
কথার কথা হা করে বয় হাওয়া পেলে
জলের তলে সেসব কিছু কোথায় মেলে?