ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে ইন্দুরকানী উপজেলায় ভূমিহীন গৃহহীনদের মাঝে ৮৪৪টি ঘর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দুরকানী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে পাড়েরহাট ইউনিয়নে আবাসন এলাকায় ৮৪ টি ঘর বিতরণ করা হয়। পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শাওন এর সভাপতিত্বে স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে লটারীরর মাধ্যমে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, পিআইও মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান খসরু, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ. এম. ফারুক হোসাইন, সংবাদিক কে.এম. শামিম রেজা, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার তীর্থ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মোঃ আবুল কালাম, মোঃ বাহাদুর, মিজান, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে লটারী বিজয়ীদের মাঝে ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার।