টেকসই উন্নয়ণ করতে হলে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে

0
25

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ স্বাধীনতার পর থেকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারও নারীর ক্ষমতায়নে কাজ করছে। সেই লক্ষে ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আইন করা হয়। এরপরেও রাজনৈতিকভাবে নারীরা পিছিয়ে রয়েছে। নারীদের পিছিয়ে রেখে কখনও গনতন্ত্র ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। একটা দেশের টেকসই উন্নয়ণ করতে হলে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। শনিবার (১১ মার্চ) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়ার সম্পৃক্তকরণ বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আহসানুল করিম, আলী আকবর টুটুল, প্রেসক্লাবের সহ-সভাপতি ইসরাত জাহান, রুপান্তরের অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল, ফাইনান্স কো-অর্ডিনেটর সুমন চন্দ, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু , ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার, অপরাজিতা রহিমা, পপি প্রমুখ। মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্ববধানে খুলনা ও বরিশাল বিভাগের ৮৪টি ইউনিয়নে রূপান্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।