আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্ট পরিচালিত ইসলামী গবেষনা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাতে বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামস্থ ট্রাষ্ট ভবনের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাষ্ট প্রতিষ্ঠাতা এ এফ নেছার উদ্দিন এফসিএ‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনি মল্লিক, ইসলামী গবেষনা কেন্দ্রের উপ-পরিচালক মাওঃ আঃ সালাম, মুফচ্ছেরে কোরআন হাফেজ মাওঃ মুফতি আলমগীর হোসেন জিহাদী, মুফতি অহিদুল আলম, কাশিমপুর বাইতুন নুর জামে মসজিদের ইমলাম মোঃ দেলদার হোসেন, নেছার-শাহিন ওয়েলফেয়ার ট্রাষ্টের ম্যানেজার মোঃ মাহফুজুল আলম প্রমুখ।
ব্যতিক্রমী এই আলোচনা সবায় ইসলামের মৌলিক বিষয় গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বক্তারা। এছাড়া ইসলামের গুরুত্বপূর্ণ হুকুম আহকাম সম্পর্কে শ্রতাদের জন্য প্রশ্নোত্তর পর্বও ছিল। আলোচনা সভা শেষে আগত শ্রতাদের মাঝে “কাদের রোজা কবুল হয়” “সিয়াম ও জাকাত” এবং “কতিপয় দোয়া” নামের তিনটি বই বিনামূল্যে বিতরণ করা হয়। আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মুসল্লিগন অংশগ্রহন করেন।