বিনোদন: ভারতের প্রথম গান হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়ল ‘নাটু নাটু’। এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গানটি মৌলিক গান হিসেবে এ বছর অস্কার জিতে নিয়েছে। এ বছর অস্কারের মৌলিক গান বিভাগে মনোনীত ‘নাটু নাটু’ লড়াই করেছে অ্যাপলস (টেল ইট লাইক আ ওমেন), হোল্ড মাই হ্যান্ড (টপ গান ম্যাভেরিক), লিফট মি আপ (ব্ল্যাক পাথের ওয়াকান্ডা ফরএভার) এবং দিস ইজ আ লাইফ (এভরিথিং এভরিথিং অ্যাল অ্যাট অ্যাট এভয়্যার) গানগুলোর সঙ্গে। এদিকে সেরা গান হিসেবে ‘নাটু নাটু’র নাম ঘোষণায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগা। মঞ্চে ‘নাটু নাটু’ গানটির নাম ঘোষণা হতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান গাগা এবং করতালির মাধ্যমে স্বাগত জানান ‘আরআরআর’-এর দলকে। অস্কারের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে অনলাইনে। সেখানে দেখা গেছে ‘নাটু নাটু’ গানের নাম ঘোষণা হতেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন লেডি গাগা এবং করতালির মাধ্যমে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। নাটু নাটুর সুরকার এম এম কিরাভানি এবং গীতিকার চন্দ্রবোস পুরস্কার গ্রহণের জন্য উল্লাস করতে করতে মঞ্চে উঠছিলেন। ওপাশ থেকে গাগাও হাততালির মাধ্যমে তাদের উৎসাহ জোগান। গাগার এমন প্রতিক্রিয়া নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, ‘গাগা সবচেয়ে মিষ্টি একজন। কল্পনা করুন, তিনি একটি অস্কার হারিয়েছে যা অন্য কেউ জিতেছে, এমন সময় খুশি হওয়া সত্যি মানবিক।’ অপর এক ব্যক্তি লিখেছেন, ‘গাগার মন বরাবরই উদার।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘গাগা সত্যিকারের মর্যাদাবান মানুষ।’ এবার অস্কার ক্যাটাগরিতে অন্যান্য মনোনীতরা হলেন ব্ল্যাক প্যান্থার থেকে রিহানার ‘লিফ্ট মি আপ’, লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’, মিটস্কি এবং ডেভিড বাইর্নের এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস থেকে ‘দিস ইজ এ লাইফ’ এবং ডায়ান ওয়ারেনের অ্যাপ্লাজ থেকে ‘টেল ইট লাইক আ ওম্যান’। বিশ্বখ্যাত সব গায়ক-গায়িকাদের সাথে তুমুল প্রতিযোগিতা করে শেষ পর্যন্ত অস্কার ছিনিয়ে নেয় ‘নাটু নাটু’ গানটি। যা ভারতের ইতিহাসে অনন্য এক রেকর্ড। সূত্র : পিঙ্কভিলা